Saturday, May 23, 2009

Accupresure --Part 02. অ্যাকিউপ্রেশার চিকিৎসা : সফলতা ও বৈজ্ঞানিক ভিত্তি - ২



এখন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুব অল্প, তবুও বলতে হচ্ছে ঢাকা থেকে অ্যাকিউপ্রেশার ট্রেনিং নিয়ে দৈনিক সিলেটের ডাক পত্রিকায় আমার অ্যাকিউপ্রেশার বিষয়ক প্রথম লেখা ছাপা হওয়ার পর পাঠকদের অভূতপূর্ব সাড়া পাওয়ায় আমি পরীক্ষামূলকভাবে আমার পরিবারে চিকিৎসা দিতে শুরু করি। প্রচন্ড মাথা ব্যথা, ঘাড় ব্যথার চিকিৎসা পদ্ধতি শিখিয়ে দেই আমার ছোট বোন রোজীকে। সে অ্যাকিউপ্রেশার প্রয়োগ করে গত ২ মাস যাবত আল্লাহর মেহেবাণীতে সম্পূর্ণ সুস্হ্য।

ছেলে মেহেদী ৫ম শ্রেনীতে পড়ে। ঘন ঘন প্রস্রাব করতো। চিকিৎসা দেয়ার পর আল্লাহর রহমতে পুরাপুরি সুস্হ্য। এভাবে অনেককেই চিকিৎসা দিয়েছি। সুস্হ্য হইনি--একথা এখন পর্যন্ত কেউ বলেননি। বিশেষ করে এ্যাজমা/হাঁপানী দ্রুত সারে।

গত ১৫-২৩ এপ্রিল ৭২তম কাব-স্কাউটস লিডার বেসিক কোর্সে প্রশিক হিসেবে নিয়োগ পেয়েছিলাম সিলেটের আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে আমাদের ”বিগ বস” বাংলাদেশ স্কাউট্স, সিলেট অঞ্চলের ডি. আর. সি (প্রোগ্রাম) এবং অত্র কোর্সের কোর্স লিডার ডাঃ সিরাজুল ইসলাম শ্বাসকষ্টের কারনে ইনহেলার ব্যবহার করছেন দেখতে পেলাম। তিনি ডাক্তার কিন্তু অ্যাকিউপ্রেশার চিকিৎসা পদ্ধতির সাথে পরিচিত নন। এ ব্যাপারে তার সাথে আলাপ করে তাকে চিকিৎসা দিলাম। এক ঘন্টা পর তিনি সুস্হ্যতাবোধ করছেন বলে আমাকে জানালেন। পরবর্তীতে ৮ দিনের প্রশিক্ষণে তাকে আর ইনহেলার ব্যবহার করতে হয়নি। এভাবে সহকর্মী অন্যান্য প্রশিক্ষকদেরও বিভিন্ন রোগের চিকিৎসা দিলাম। সবাই তাৎক্ষনিক ফল পেয়েছেন বলে আমাকে জানিয়েছেন।

প্রশিক্ষক প্রধান শিক্ষক জনাব বোরহান উদ্দিন আহমদ গত ২৬.৪.০৯ তারিখ ফোনে আমাকে জানিয়েছেন শ্বাসকষ্ট থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। আল্লাহ্ পাকের অশেষ রহমত এই অ্যাকিউপ্রেশার চিকিৎসা। ঔষধ ছাড়া, যন্ত্রপাতি ছাড়া হাতের কলাকৌশলে নিজেই নিজের হাতের তালুতে, পায়ের তলায় এই পদ্ধতি ব্যবহার করে জটিল রোগ থেকে আরোগ্য লাভ। বিশ্বাস না হবারই কথা। বিশ্বাসীরা বিশ্বাস তো করবেই কারন আল্লাহ্ কি না পারেন? আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা জীব মানুষ। বুদ্ধিভিত্তিক জীব মানুষ ছাড়া বাকী সব জীবই জৈবিক চাহিদা নির্ভর। মানুষ ছাড়া কোন জীবেরই ঔষধ, যন্ত্রপাতি, ডাক্তার, অপারেশন ইত্যাদি প্রয়োজন হয়না। ভাবুন মানুষের এসবের প্রয়োজন হবে কেন? আবার অনেক জটিল রোগ কি ঔষধ ছাড়া ভাল হয়না? অবশ্যই হচ্ছে। কারো কারো ডাক্তার ঔষধ লাগে কেন? আমার মনে হয় লাগায় বলেই লাগে। ইংল্যান্ড আমেরিকা থেকে চিকিৎসা নিয়েও অনেকে ব্যর্থ হয়, ফিরে আসে। ডাক্তার ও ঔষধে ভাল হলে তাদের ব্যর্থ হয়ে আসতে হতোনা হয়তো। ডাক্তার, ঔষধ অবশ্যই প্রয়োজন আছে-তবে প্রথমেই নয়, প্রাকৃতিক নিয়মে ব্যর্থ হলে চাই ডাক্তার।

No comments: